শরীফ আল-আমীন, তজুমদ্দিন থেকে।।
তীব্র শীতকে উপেক্ষা করে চলছে আ’লীগ সমর্থীত বিআরডিবির ৪ চেয়ারম্যান প্রার্থীর ভোট যুদ্ধ। ভোটাদের নিজেদের পক্ষে রাখতে শেষ মুহুর্তে প্রার্থীদের মধ্যে ব্যস্ততা বেড়েছে দিগুন।
জানা গেছে, প্রতি তিন বছর পর পর চেয়ারম্যান পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৩ জন। দীর্ঘ প্রতিক্ষার পর কাল (১০ জানুয়ারী) অনুষ্ঠিত হবে তজুমদ্দিন পল্লী উনśয়ন বোর্ড ( বিআরডিবির) চেয়ারম্যান পদে নির্বাচন। পরবর্তী ৩ বছরের জন্য কে চেয়ারম্যান নির্বাচিত হবেন এই নিয়ে ভোটারদের পাশাপাশি জল্পনা কল্পনার শেষ নেই সাধারণ মানুষের মাঝেও।
বিএনপি সমর্থীত কোন প্রার্থী না থাকলেও চেয়ারম্যান পদে নির্বাচনীয় মাঠে লড়ছেন আ’লীগ সমর্থীত ৪ প্রার্থী। তারা হলেন উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আমিন মহাজন ( চেয়ার), সাবেক বিআরডিবির চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সভাপতি ফরিদ উদ্দিন তালুকদার (বই), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান ( আম), শম্ভুপুর ইউনিয়ন আ’লীগ নেতা আবুল কাশেম হাওলাদার (তলোয়ার)।
হাসান পিন্টু
‘খুনের পর হৃৎপিণ্ড কেটে আলু দিয়ে রান্না’
Jasim Jany: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে তিনজনকে খুনের দায়ে গ্রেফতার করা......বিস্তারিত