তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। সোমবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে চাঁচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজি এসপি প্রকল্প থেকে ইউনিয়নে ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৫শ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল্যাহ কিরণ, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু, সাধারণ সম্পাদক আবদুর রহমান, ইউপি সদস্য আলাউদ্দিন জামাল, চাঁচড়া ইউনিয়ন আ’লীগ নেতা মোঃ মাইনুউদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‘বাংলাদেশ ও ভারতকে যুক্ত করছে যে নদীসেতু’
Jasim Jany: বাংলাদেশ ও ভারত সীমান্তে দুই দেশের মধ্যে সংযোগের জন্য ফেনী......বিস্তারিত