LalmohanNews24.Com | logo

২রা কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | ১৮ই অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ

তজুমদ্দিনের খাসের হাট বাতাসের সঙ্গে কীটনাশকের গন্ধ

তজুমদ্দিনের খাসের হাট বাতাসের সঙ্গে কীটনাশকের গন্ধ

শরীফ আল-আমীন, তজুমদ্দিন :
তজুমদ্দিন উপজেলার খাসের হাট অগ্নিকান্ডে পুড়ে যাওয়া কীটনাশকের দোকান থেকে বাতাসের সাথে ছড়াচ্ছে দুর্গন্ধ। গত ৩ দিনেও পুড়ে যাওয়া ময়লা অপসারন না করায় মারক্তক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পাশ্ববর্তী ব্যবসায়ীসহ পথচারীরা।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারী দিবাগত রাতে বৈদ্যুতিক সটসার্কিট থেকে অগ্নিকান্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। যার মধ্যে একটি সার কীটনাশকের দোকানও রয়েছে। পুড়ে যাওয়া এসব সার কীটনাশকের ময়লা আর্বজনা থেকে গত কয়েকদিন পর্যন্ত মারাক্তক দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে পড়ছে বাতাসের সঙ্গে। ফলে মারাক্তক দূর্ভোগ পোহাচ্ছে বাজার ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতাসহ পথচারীরা। মারক্তক দূর্গন্ধ থাকা সত্বেও এসব ময়লা আর্বজনা অপসারনে গত তিন দিনেও কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করেননি কর্তৃপক্ষ। পাশ্ববর্তী ব্যবসায়ী শফিক খলিফাসহ একাদিক ব্যবসায়ীরা বলেন, দূর্গন্ধ এতো বেশি ছড়ি পড়ছে এখন দোকানে বসে থাকা যায় না। দ্রæত এগুলো অন্যেত্রে সরিয়ে ফেলা উচিত। তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুজাহিদুল ইসলাম বলেন, এই দূগন্ধ স্বাস্থ্যর জন্য মারাক্তক হুমকি। এর থেকে স্বল্প মেয়াদী শ্বাঁস কষ্ট, চোঁখে জ্বালা পোড়া, ভুমি হওয়া ও অজ্ঞান হতে পারে। এছাড়া এই গ্যাস শরীরে প্রবেশ করলে দীর্ঘমেয়াদী ফুসফুসে ক্ষত ও পানির সাথে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি