LalmohanNews24.Com | logo

৩রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ

ঢালচরে ১টি খাল খননে ঘুরে দাঁড়াবে অর্থনীতির চাকা

ঢালচরে ১টি খাল খননে ঘুরে দাঁড়াবে অর্থনীতির চাকা

ইলিশের মৎস্য ঘাট খ্যত ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢাল চরে ১টি খাল খনন করা করা হলে ভাগ্যের পরিবর্তন বা অর্থণীতির চাকা ঘুরে দাঁড়াবে। অর্থনীতির চাকা ঘুরাতে জেলা প্রশাসকের নিদের্শে তদন্ত কমিটির সদস্য সহকারী কমিশনার ভুমি শাহীন মাহমুদ বুধবার বিকেলে ঢালচর তদন্তে গেলে জেলেরা খাল খননের দাবীতে এসব কথা বলেন।

বঙ্গপোসাগরের কোল ঘেঁষে অবস্থিত ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের অবস্থান । স্থায়ী বাসিন্দাসহ জেলার অনেক উপজেলার মৎস্য ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ইলিশ ব্যবসা রয়েছে। জেলার সিংহভাগ ইলিশ আহরণ হয় ঢালচর থেকে। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা রপ্তানী করে জীবিকা নির্বাহ করছে ঢালচরের ১৭ হাজার ৫ শত পরিবার। যার মধ্যে ১ হাজার ৩ শত ৫০ জন সরকারী ভাবে নিবন্ধিত।

ঢালচরের চেয়ারম্যান আবদুস সালাস হাওলাদার জানান, নদী ভাঙ্গনের ফলে ঢালচরের অর্ধেকের বেশী এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে । ফলে খালগুলোও নদীতে পরিনত হয়েছে। ওই এলাকায় কোন খাল না থাকায় জেলেরা দুর্যোগকালীন সময়ে কোথায়ও আশ্রয় নিতে পারছে না। এ কারণে জেলেদের মধ্যে দেখা দিয়েছে জীবন ও ট্রলারহানীর আশঙ্কা। ইলিশ মৌসুম শুরুর আগেই বরিশাল, ভোলা, দৌলতখান, নুরাবাদ, সামরাজ, বেঁতুয়ার মালিকানাধীন ট্রলার খালে এসে অবস্থান করত। বর্তমানে ঢালচর মাঝের চর খালটি খনন করলে মাছ ধরা সকল প্রকার ট্রলার, বোট সাগর থেকে এসে খালে আশ্রয় নিতে পারবে। যার ফলে ঘুরে দাঁড়াতে পারে ঢালচরের মৎস্য অর্থণীতির চাকাঁ।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি