LalmohanNews24.Com | logo

৩রা আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০১৯ ইং

জেএসসিতে বরিশাল বিভাগে শীর্ষে ভোলা

জেএসসিতে বরিশাল বিভাগে শীর্ষে ভোলা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ৬ জেলার মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফলাফলে ভোলা জেলা সবচেয়ে এগিয়ে।এতে পাসের হার ৯৮ দশমিক ৬৬ শতাংশ।

সোমবার দুপুর ১টায় বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, ভোলায় ২০ হাজার ১৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৯ হাজার ৮৩৩ জন। পাসের হার ৯৮ দশমিক ৬৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৭০ জন।

বোর্ডে দ্বিতীয় স্থান অধিকারী বরগুনা জেলায় ১২ হাজার ৩১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২ হাজার ২৯ জন। বরগুনা জেলায় পাসের হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ।

তৃতীয় স্থান অধিকারী পটুয়াখালী জেলায় ১৯ হাজার ৬১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৯ হাজার ৭২ জন। পাসের হার ৯৭ দশমিক ২২ শতাংশ।

চতুর্থ স্থান অধিকারী বরিশাল জেলায় ৩৭ হাজার ৬৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৬ হাজার ৫৬৪ জন। পাসের হার ৯৭ দশমিক ৩ শতাংশ।

পঞ্চম স্থান অধিকারী পিরোজপুর জেলায় ১৪ হাজার ৫০৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৩ হাজার ৯৫৯ জন। পাসের হার ৯৬. দশমিক ২৪ শতাংশ।

ষষ্ঠ স্থান অধিকারী ঝালকাঠি জেলায় ১০ হাজার ৫৮৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৯৬৩ জন। পাসের হার ৯৪ দশমিক ১১ শতাংশ।

বরিশাল বিভাগে গত বছরও ভোলা জেলা জেএসসিতে শীর্ষে ছিল।এ বছর জিপিএ-৫ শীর্ষে বরিশাল জেলা অন্যদিকে জিপিএ-৫ ২য় স্থানে রয়েছে ভোলা জেলা। ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।

উল্লেখ্য,জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৫ নভেম্বর। সারাদেশে এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। আট বোর্ডের অধীনে জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দেয়।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি