LalmohanNews24.Com | logo

২রা আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ | ১৭ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

ছেলে নাকি মেয়ে? উত্তরে যা বললেন সানিয়া মির্জা

বিজ্ঞাপন

ছেলে নাকি মেয়ে? উত্তরে যা বললেন সানিয়া মির্জা

মা হতে চলেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। এ কথা মোটামুটি সবারই জানা। গত এপ্রিল মাসেই নিজের টুইটার হ্যান্ডেলে সুখবরটা দিয়েছিলেন তিনি।

ভক্তদের মনে এ নিয়ে কৌতুহল কম নয়। ভক্তদের উদ্দেশ্যে নিজের ফেসবুক, টুইটারে এ বিষয়ে নানা পোস্ট দিয়ে যাচ্ছেন সানিয়া।

তবে নেটিজেনদের একাংশ সানিয়াকে তীর্যক মন্তব্য করেন প্রায়শই।

সে সবের পাল্টা জবাবও দেন তিনি। অনেকটা কোর্টে যেভাবে খেলেন ঠিক সেভাবেই।

সম্প্রতি সানিয়া মির্জাকে প্রশ্ন করা হয়- ছেলে চাইছেন নাকি মেয়ে?

উত্তরে সানিয়া বলেন, ‘ছেলে বা মেয়ে, আমার কাছে কোনো ফ্যাক্টর নয়। অনেক হবু মায়ের কাছে হয়তো এটা ভাবনার বিষয়। আমি আপাতত আমার আগত সন্তানের সুস্বাস্থ্য নিয়ে ভাবছি।’

সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে এই মুহূর্তে সে বিষয়টা নিয়েই চিন্তিত বলে জানান ভারতীয় টেনিস কন্যা।

গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ নিয়ে ভারতীয় সমাজে একটা ট্যাবু রয়েছে জানিয়ে সানিয়া বলেন, ‘ছেলে হোক বা মেয়ে। তাই আমার সন্তানের লিঙ্গ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

এ সময় সানিয়া আরও জানান, ‘তার নিজের পরিবারে কখনও ছেলে- মেয়ে আলাদা চোখে দেখেনি বলেই তিনি আজ সানিয়া মির্জা হতে পেরেছেন।’

ছেলে হোক মেয়ে হোক সন্তানকে একইভাবে সমর্থন দেবেন বলে জানান তিনি।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি