কুমিল্লার নাঙ্গলকোটে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় বাবা-ছেলে দুজনেরই মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মক্রবপুর ইউপির বান্নাঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বান্নাঘর গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে মাহবুবুল হক (৫৫) ও তার শিশু সন্তান জিসান (৫)।
জানা যায়, মাহবুবুল হক তার ছেলের জন্য দোকান থেকে চিপস ক্রয় করার সময় তার শিশু সন্তান জিসান রেললাইনের উপর উঠে যায়। হঠাৎ চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন আসতে দেখে মাহবুবুল হক দৌড়ে সন্তানকে বাঁচাতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তাদের দু’জনই মারা যায়।
এ বিষয়ে লাকসাম জিআরপি থানার ওসি নাজিম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
‘লালমোহনে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত’
Jasim Jany: ভোলার লালমোহনে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজ......বিস্তারিত