এম শরীফ আহমেদ, ভোলা থেকেঃ ভোলা জেলা পুরাতন যুঘীরঘোলের মরহুম কাঞ্চন জমাদ্দারের সহধর্মিণীও ভোলা পলিটেকনিক ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আমজাদ হোসেন পলাশের মা কহিনুর বেগম (৫৮) কে স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী(১০) এপ্রিল মঙ্গলবার আছরবাদ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা যায়,কহিনুর বেগম শনিবার (০৭) এপ্রিল রাত১১ টা৩০ মিনিটে নিজ বাসবভনে হৃদযন্ত্রে বন্ধ হয়ে ইন্তেকাল করেন,ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউওন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে দুই মেয়ে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার মিলাদ মাহফিলে সকলে সামিল হতে পরিবারের অনুরোধ।
হাসান পিন্টু
‘সৌদি-আমিরাতে আশঙ্কাজনক হারে বাড়ছে বন্ধ্যাত্ব’
1157 Shares Share on Facebook Share on Twitter মধ্যপ্রাচ্যের দুই......বিস্তারিত