LalmohanNews24.Com | logo

২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ

চুমু না খাওয়ায় চলে যান অক্ষয়ের প্রথম প্রেমিকা

চুমু না খাওয়ায় চলে যান অক্ষয়ের প্রথম প্রেমিকা

বলিউড সুপার হিট তারকা অক্ষয় কুমার। এ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমার নায়ক তিনি। এত এত সফলতার মাঝেও ব্যর্থতার গল্পও রয়েছে অক্ষয়ের। সেই গল্পই করলেন জনপ্রিয় টিভি শো কপিল শর্মাতে। সিনেপর্দায় প্রেমে অনেক সফল হলেও বাস্তব জীবনে ব্যর্থ অক্ষয়ের প্রেম। জীবনের প্রথম প্রেমিকাই থাকে ছেড়ে চলে যান। তাও চুমু না খাওয়ায়।
সম্প্রতি কপিল শর্মার শো’তে ‘হাউসফুল ৪’ ছবির প্রচারে যান অক্ষয় কুমার।

সঙ্গে ছিলেন রীতেশ দেশমুখ ও ববি দেওল। ওই শোতেই এমন অভিজ্ঞতার কথা শেয়ার করেন এ বলিউড অভিনেতা।

প্রথম গার্লফ্রেন্ডের সঙ্গে চার-পাঁচবার ডেটে গিয়েছিলেন। কিন্তু ওই গার্লফ্রেন্ড অক্ষয়ের বেরসিক হাবভাব দেখে নাকি ব্রেকআপ করে দিয়েছিলেন। আর এর পেছনে কারণ হিসেবে অক্ষয় জানান, তিনি সেই সময় ভীষণ লাজুক ছিলেন। কখনো কাঁধে হাত রাখেননি, এমনকি হাতও ধরেননি সেই গার্লফ্রেন্ডের। কিন্তু ওই তরুণী চেয়েছিল অক্ষয় তার হাত ধরুক, অন্তত একটা চুমু খাক। অথচ লাজুক অক্ষয় নাকি এর কিছুই করেননি।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি