নিজস্ব প্রতিবেদকঃ ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব অহিদুল্যাহ জসিম’র মরদেহ এসে পৌছেছে তাঁর নিজ বাড়িতে। এক নজর শেষ দেখা ও শ্রদ্ধার সাথে চির বিদায় জানাতে এলাকাটি জন সমুদ্রে পরিণত হয়েছে।শেষ দেখা ও চির বিদায় জানাতে ভোলা ৩ লালমোহন তজুমদ্দিন আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি গিয়েছেন তাঁর ( অহিদুল্যাহ জসিম) এর বাড়িতে। এসময় মরহুমের শোকাহত পরিবারের সাথে দেখা করে গভীর সমবেদনা জানান এমপি শাওন।।
কিছুক্ষনের মধ্যেই চির নিদ্রায় শায়িত হবেন তজুমদ্দিন উপজেলা রাজনীতির এ বরপুত্র।
হাসান পিন্টু
‘আওয়ামীলীগ সরকারের আমলে কৃষিখাতে আধুনিকায়ন হয়েছে : এমপি শাওন’
Jasim Jany: ভোলা-৩ আসনের এমপি ও পানি সম্পদ মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির......বিস্তারিত