বরগুনার বেতাগীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছে লাশ টেবিলের উপর ছোট্ট একটি চিরকুট লেখা ছিল- ‘ ভালো থেকো তোমরা সবাই, গুড বাই’।
রোববার (৬ ডিসেম্বর) ভোর রাতে বেতাগী পৌরসভার ৮নং ওয়ার্ড সংলগ্ন দ্বিতীয় টাউন ব্রিজ এলাকার বাসিন্দা মোসা রুমা আক্তারের মেয়ে ইসরাত জাহান নেহা (১৪) নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নেহা বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতেন।
তবে এখনো এর কোনো কারণ খুঁজে পায়নি মেয়েটির পরিবার ও থানা পুলিশ। তবে সহপাঠীদের বক্তব্যানুযায়ী প্রেম সংঘটিত ঘটনা হতে পারে বলে ধারণা অনেকের।
জানা যায়, ওই বাসায় মা ও মেয়ে দুজনই থাকতো। রোববার সকালে মেয়েটির মা রুমা আক্তারের ডাক চিৎকার, কান্নায় প্রতিবেশীদের হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। পরে সবাই বাসার মধ্যে ঢুকতেই দেখে ফ্যানের সঙ্গে নেহার ঝুলন্ত লাশ।
বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
‘ঘর ছেড়ে পালিয়েছেন ৪ যুবকের সঙ্গে, লটারির মাধ্যমে পাত্র বেছে নিলেন তরুণী’
Jasim Jany: ভাগ্য করে বউ পাওয়া যায়— এ কথা হয়তো শুনেছেন। কিন্তু......বিস্তারিত