LalmohanNews24.Com | logo

৫ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ | ২০শে অক্টোবর, ২০১৮ ইং

চরফ্যাসনে ওসি ও নৌ সদস্যের হাতাহাতি

চরফ্যাসনে ওসি ও নৌ সদস্যের হাতাহাতি

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের সাথে খুলনা জোনের নৌ-সদস্য হেলাল উদ্দিনের হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০ টায় উপজেলার চরমানিকা নতুন বাজার সংলগ্ন পূর্বপাশের ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

দক্ষিণ আইচা চরমানিকা ১নং ওয়ার্ড মেম্বার শাহজাহান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, হেলাল নৌ-সদস্য, ছুটিতে দক্ষিণ আইচা বাড়িতে এসেছে। ঘটনার সময়ে সে এক বন্ধুর জন্য ব্রিজের উপর অপেক্ষা করছিলেন। ওই সময়ে সিভিল পোশাকে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি) হাবিব তাঁর কাছে আসেন। ওসি তাকে ইভটিজিংকারী হিসেবে চিহ্নিত করে কথা বলেন। হেলাল একটু ক্ষিপ্ত হয়ে ডিফেন্সের লোক বলার পরেও জামার কলার ধরে চড় মারলে হেলালও ওসিকে মারধর করতে উদ্যত হলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। চতুরদিক থেকে স্থানীয়রা এসে দু‘জনকে ছাড়িয়ে দেয়।

পরবর্তীতে ওসি থানায় সংবাদ দিলে উপ-পুলিশ পরিদর্শক ফারুক ফোর্স নিয়ে হেলালকে আটক করে থানায় নিয়ে যায়। ঘন্টা খানেক পরে সমঝোতা হলে তাঁকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। এ ব্যপারে নৌ-সদস্য হেলাল বলেন, ওসির সাথে আমার কথার কাটা-কাটি হয়েছে।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাতাহাতির ঘটনা অস্বীকার করে বলেন, মোটরযান চেকিং করার সময় পুলিশ তাকে থানায় আনে, নৌ সদস্য পরিচয় দেয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে সর্বমহলের মধ্যে আলোচনার ঝড় বইছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি