ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর রেঞ্জের কালকিনি বিটে বনদস্যুতার অভিযোগে কাশেম মাষ্টার নামক একজনকে গ্রেপ্তার করে গতকাল রবিবার সকালে আদালতে সোপর্দ করেছে । মনপুরা থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
থানা ও বনবিভাগ সুত্র জানান, কালকিনিতে বনবিভাগের সাড়ে ছয় হাজার একর জমির সংরক্ষিত বন আটককৃত কাশেম মাস্টারের নের্তৃত্বে বিভিন্ন সময়ে কেটে বসতি স্থাপণ, আবাদী জমিতে পরিনত করা, রাতের আধারে বনে আগুন লাগিয়ে দেয়া, বন বিভাগের অফিস ভাঙচুর করার অভিযোগে ৮টি পি ও আর এবং ২ টি জিআর মামলাতে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
ঢালচরের রেঞ্জ কর্মকর্তা কারার মাহাবুব হোসেন জানান, কাশেম মাষ্টারের একটি সংঘবদ্ধ দল রয়েছে । তারা বিভিন্ন সময় বাগানের গাছ কেটে জমি দখল, বাগানে আগুন লাগিয়ে বন নষ্ট করে টাকার বিনিময়ে বসতি স্থাপনের ব্যবস্থা করেত। বাধা দেওয়ার কারনে চলতি বছরের ১৯ জানুয়ারী কালকিনি বিট অফিস ভাঙচুর করে।
লালমোহননিউজ/ এইচ.পি
‘জিয়ার জন্ম পাকিস্তানে, তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন না’
: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি......বিস্তারিত