LalmohanNews24.Com | logo

১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ

চরফ্যাশনে অটো রিকশা থেকে ছিটকে পড়ে নিথর হলো শিশু

চরফ্যাশনে অটো রিকশা থেকে ছিটকে পড়ে নিথর হলো শিশু

অসুস্থ দাদাকে দেখে বাড়ি ফেরার পথে ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাছান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মেহেদী চরফ্যাশন পৌরসভা ৮ নং ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাইমুদ্দীন মোড়  স্থানে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় আহত হয়েছেন নিহত মেহেদী হাছানের বাবা আইয়ুব আলী, মা রঞ্জনা, দাদী নাহার ও রিজিয়া। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা-চরফ্যাশন সড়কে অটো বোরাক গাড়ীতে করে আইয়ুব আলী তার অসুস্থ বাবা রবিউল হক দেখে নিজ বাড়ি চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ফেরার পথে কাইমুদ্দীন মোড় নামক স্থানে পৌছলে সড়কের পশ্চিম পাশের শাখা সড়ক থেকে দ্রুতগতির ব্যাটারী চালিত একটি অটোরিকসা বোরাককে ধাক্কা দেয়।

এতে মেহেদী হাছান অটো বোরাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় তার মা, বাবা, দাদী সহ ৪ জন। এদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়ারপর কর্তব্যরত চিকিৎসক শিশু মেহেদী হাছানকে মৃত ঘোষনা করেন।

চরফ্যাশন থানার ওসি মোঃ মোরাদ হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়া চলছে।

-এইচপি

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

  • সম্পাদক ও প্রকাশক:

    মোঃ জসিম জনি

    মোবাইল: 01712740138
  • নির্বাহী সম্পাদক: হাসান পিন্টু
  • মোবাইলঃ০১৭৯০৩৬৯৮০৫
  • বার্তা সম্পাদক: মো. মনজুর রহমান
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি