ভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ৬ কেজি গাঁজাসহ বউ-শাশুড়িকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শশীভূষণ থানার ওসি (তদন্ত) মো. জিল্লুর রহমান। এর আগে রোববার রাত ৯টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মিনারা বেগম করিমপুর গ্রামের মো. রতন মিয়ার স্ত্রী এবং তামান্না বেগম মিনারার ছেলে দুলাল হোসেন দুলুর স্ত্রী। তারা ওই ইউপির ১ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের বাসিন্দা।
শশীভূষণ থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের বাড়ি তল্লাশি করে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
-এইচপি
‘রজব মাসের ফজিলত ও আমল’
1436 Shares Share on Facebook Share on Twitter ‘রজব’ শব্দের......বিস্তারিত