LalmohanNews24.Com | logo

৮ই জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ | ২২শে মে, ২০১৯ ইং

ঘূর্ণিঝড় ফণির মধ্যে জন্ম নেওয়ায় নবজাতকের নামও “ফণি”

ঘূর্ণিঝড় ফণির মধ্যে জন্ম নেওয়ায় নবজাতকের নামও “ফণি”

কোথাও উল্টে দিচ্ছে আস্ত স্কুল বাস। দাঁড় করানো গাড়ি ঠেলতে ঠেলতে রাস্তার পাশে নিয়ে গিয়ে উল্টে ফেলে দিচ্ছে ফণি। কোথাও ঘূর্ণিঝড়ের দাপটে আবার ঘুড়ির মতো উড়ে যাচ্ছে ফাইবারের কাঠামো। এমনই সব ভয়ংকর তাণ্ডব চালাচ্ছে ঝড়টি। ভারতের উড়িষ্যায় এই দুর্যোগের মধ্যেই জন্ম নেয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘ফণি’। খবর ভারতীয় বার্তা সংস্থা এএনআই’র।

এএনআই প্রতিবেদনে জানিয়েছে, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের রেলওয়ে হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় বেলা ১১ টা ৩ মিনিটে পৃথিবীর আলো দেখে কন্যাশিশুটি। শিশুটির মা (৩২) মঞ্চেশ্বর রেলওয়ের কোচ মেরামত ওয়ার্কশপের কর্মচারী। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ রকম ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও ঘূর্ণিঝড়ের সময় জন্ম নেয়া শিশুর নাম ঘূর্ণিঝড়ের নামে রাখার নজির রয়েছে। গত বছর উড়িষ্যাতেই আঘাত হানা ঘূর্ণিঝড় তিতলির সময় জন্ম নেয়া বেশ কয়েকটি নবজাতকের নাম রাখা হয় ‘তিতলি’।

২০১৬ সালে বিহারের ভোজপুরে ভয়াবহ বন্যার সময় ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সহায়তার কথা স্মরণে রেখে এক নবজাতকের নাম রাখা হয়েছিল ‘এনডিআরএফ সিং’।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি