LalmohanNews24.Com | logo

১৩ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ২৮শে নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

গ্রেফতার হচ্ছেন সেফুদা!

গ্রেফতার হচ্ছেন সেফুদা!

ইসলাম ধর্ম এবং মুসলামানদের পবিত্র গ্রন্থ কোরআন শরিফ অবমাননাকারী সেফায়েত উল্লাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে ভিয়েনাস্থ মুসলিম কমিউনিটির নেতারা। শুক্রবার জুমার নামাজের পর এ বিষয়ে আলোচনা হয়।

ভিয়েনাস্থ বায়তুল মোকারম জামে মসজিদের সভাপতি আবিদ হোসেন খান তপন জানান, সেফায়েত উল্লাহ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে; যা সবার কাছে ঘৃণিত এবং নিন্দনীয়। সে জন্য প্রত্যেক মসজিদ থেকে দু’জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। সে কমিটি ভিয়েনাস্থ ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টারের প্রেসিডেন্টের সঙ্গে সমন্বয় করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে; যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে তিনি বিরত থাকেন।

আবিদ হোসেন খান তপন জানান, কোনো ধরনের আক্রমনাত্বক প্রন্থা গ্রহণ না করে আইনি প্রক্রিয়ার যাওয়াটাই শ্রেয়। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিগগিরই সেফায়েত উল্লাহর অস্ট্রিয়ার প্রচলিত আইনে বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে।

গেল বুধবার ফেসবুক লাইভে এসে ইসলাম ধর্ম এবং নবী মুহাম্মদকে (স.) নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সেফাত উল্লাহ, যিনি সেফুদা নামেই সোশাল মিডিয়াতে বেশি পরিচিত। বিতর্কিত ভিডিও ব্লগার সেফাত উল্লাহ মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন শরিফকে বাজেভাবে অবমাননা করেন যা ভিয়েনাস্থ মুসলামান ছাড়াও সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। বিভিন্ন দেশের মুসলমানরা সেফায়েত উল্লাহের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ছাড়া সেফায়েত উল্লাহকে বাংলাদেশে এনে ফাঁসির দাবি জানান অনেকেই।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি