মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মেয়রের দায়িত্ব পালনকালে পৌরসভার গাড়ির তেল বাবদ খরচের টাকা উত্তোলন করেননি। ওই তেল বাবদ খরচের সঞ্চিত টাকা দিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি আধুনিক দোতলা মসজিদ।
শনিবার পৌর নতুন কবরস্থান জামে মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র নিজেই।
অনুষ্ঠানে মেয়র জুলফিকার আলী বলেন, তিনি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর হতে এ পর্যন্ত সরকারি বিধি মোতাবেক মেয়রের গাড়ির জন্য যে পরিমাণ তেল প্রাপ্য তা তিনি কখনও উত্তোলন করেননি। আর তার সেই প্রাপ্য ফান্ড দিয়েই তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি অত্যাধুনিকমানের দুইতলা মসজিদ।
নির্মাণ ব্যয় ওই টাকায় সম্পন্ন না হলে মেয়র তার ব্যক্তিগতহবিল থেকে প্রয়োজনীয় অর্থ দান করবেন বলেও জানান তিনি।
এ সময় মেয়র আধুনিক ওই মসজিদটির থ্রী-ডি ডিজাইন সকল মুসাল্লীদের দেখান।
এছাড়া তিনি আরো ঘোষণা দিয়ে জানান, যেহেতু মসজিদটি পৌরসভার তাই আগামী মাস হতে ঈমাম ও মুয়াজ্জিনের বেতন পৌরসভার ফান্ড থেকে প্রদাণ করা হবে। আর নির্মাণ কাজে সহযোগিতা করবেন পৌরসভার প্রকৌশলীরাই। উপস্থিত মুসল্লী ও এলাকাবাসী এমন মহৎ কাজের জন্য পৌর মেয়র জুলফিকার আলীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
‘১২ লাখ টাকা নিয়ে স্ত্রী উধাও, খোঁজ দিলেই মিলবে পুরস্কার!’
Jasim Jany: ১২ লাখ টাকা নিয়ে স্ত্রী উধাও হয়েছেন স্ত্রী! স্ত্রীকে খুঁজে......বিস্তারিত