LalmohanNews24.Com | logo

১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ

গাঁজা সেবন করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী!

গাঁজা সেবন করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী!

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনে ফের বিজয়ী হতে যাচ্ছেন। রবিবার বহুল প্রচারিত একটি জনমত জরিপ থেকে এমন তথ্য মিলেছে।

রয়টার্সের খবরে বলা হয়, নিউজহাব-রেইড রিসার্চ পোল রবিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে আর্ডানের লেবার পার্টি ৫০ দশমিক এক ভোট পেয়ে এগিয়ে আছে। যদিও চলতি বছরের শুরুতে দলটির সমর্থন ছিল ৬০ দশমিক ৯ শতাংশ।

আগামী ১৭ অক্টোবর জাতীয় নির্বাচন উপলক্ষে বুধবার আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বোমা ফাটালেন জাসিন্ডা।

বিতর্ক অনুষ্ঠানে গাঁজা সেবন করার কথা স্বীকার করেছেন জাসিন্ডা আরডান। খবর ডেইলি মেইল-এর।

এদিন প্রধানমন্ত্রী জাসিন্ডা ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিনসের মুখোমুখি আধাঘণ্টার বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাফল্য অর্জন করায় নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন আরডান।

এদিকে আগামী অক্টোবরের নির্বাচনে তার দ্বিতীয় দফা বিজয়ের সম্ভাবনা বেশ প্রবল। অন্যদিকে জাসিন্ডার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রক্ষণশীল দল ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্সেরও ব্যাপক জনসমর্থন রয়েছে।

জানা গেছে, আগামী নির্বাচনে নিউজিল্যান্ডের ভোটাররা দুটি ইস্যু নিয়ে ভোট দেবেন। তার মধ্যে অন্যতম গাঁজার বৈধ ব্যবহারের অনুমতি এবং স্বেচ্ছামৃত্যুর অনুমতি।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি