LalmohanNews24.Com | logo

৫ই চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০১৯ ইং

খালগুলোতে মাছের জোয়ার!

খালগুলোতে মাছের জোয়ার!

নুরুল আমিন, লালমোহন : লালমোহনে খালে মাছের জোয়ার এসেছে। ৩১ ডিসেম্বর সোমবার দুপুরের পর থেকে এই জোয়ার শুরু হয়। উপজেলার হাসপাতালের পাশ দিয়ে বয়ে যাওয়া বড় খালসহ বিভিন্ন খালে ভাটার সময় বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা যায়।

খালের আশপাশের ছেলে-বুড়ো, পুরুষ-মহিলা সবাই উৎসব মুখর পরিবেশে থালা, বাটি, ঝাঁঝর, তাগারি, বালতি নিয়ে মাছ ধরার জন্য খালে নেমে পড়ে। জেলেদেরকে ব্যাগ জাল, খুতি জাল, জাই জাল, জাঁকি জাল দিয়েও মাছ ধরতে দেখা যায়।

এমনকি মহিলাদেরকে ওড়না, শাড়ি, মশারি দিয়ে খেও দিয়ে মাছ শিকার করতে দেখা যায়। মাছ ধরার উৎসবের আমেজে অনেক সৌখিন মানুষকেও প্যান্ট শার্ট পরা অবস্থায় খালের কাদা জলে নামতে দেখা গেছে। পুটিমাছ, খইলসা মাছ, গুইঙা মাছ, বোয়াল মাছ, বাইং মাছসহ ছোটবড় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়।

বিদায়ী বছরের শেষ মুহূর্তে ও নতুন বছরের শুভ সুচনার মাহেন্দ্রক্ষণে খালে এভাবে মাছ ভেসে উঠা মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ উদ্দিপনা সৃষ্টি করে।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি