আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার নাকুরুরু শহরের কাছে একটি বাস ও লরির মধ্যে সংঘর্ষে ৩০ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রবিবার রাত তিনটার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
পশ্চিম কেনিয়ার বুসিয়া থেকে আসা একটি বাস এবং নাকুরু থেকে আসা একটি লরির মধ্যে নাকুরু-এলডোরেট মহাসড়কে সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় দুটি যানবাহনের চালকসহ তিন বছরের এক শিশুও মারা গেছে। কেনিয়ার সরকারি নথি অনুযায়ী, প্রতি বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিন হাজার মানুষ।
হাসান পিন্টু
‘সৌদি-আমিরাতে আশঙ্কাজনক হারে বাড়ছে বন্ধ্যাত্ব’
1157 Shares Share on Facebook Share on Twitter মধ্যপ্রাচ্যের দুই......বিস্তারিত