বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশি দুই হাফেজ কুয়েতে পৌছেছেন। তারা হলেন তাওহীদ ওবাইদুল্লাহ ও হাফেজ আবু রাহাত।
তারা দুজনেই রাজধানীর যাত্রাবাড়ির মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। আজ বিশ্ব কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে বলে জানান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী।
এর আগে মঙ্গলবার দুপুরে একটি ফ্লাইটে কুয়েত সিটিতে অবতরণের পর সেখানের সালওয়ার নিকটবর্তী আলবিদা রেজিন্সি হোটেলে ওঠেন তারা।
তাদের সঙ্গে রয়েছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী।
তিনি জানান, বাংলাদেশ থেকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে নিজ নিজ গ্রুপে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার এই দুইজন শিক্ষার্থী। -এইচপি
‘রজব মাসের ফজিলত ও আমল’
1436 Shares Share on Facebook Share on Twitter ‘রজব’ শব্দের......বিস্তারিত