কালমায় আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ৪নং ওয়ার্ড শাওন ঐক্য পরিষদের সামনে থেকে উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে আলম বাজার, ফরাজি বাজার প্রদক্ষিণ করে ওই ওয়ার্ডের মৃধা চৌমুহনী গিয়ে সমবেত হয়। পরে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, কালমা ইউনিয়ন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহাজাহান খলিফা। বক্তব্যে আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরেন তিনি। একইসাথে ভোলা-৩ আসন লালমোহন তজুমদ্দিনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের উন্নয়ন তুলে ধরে, এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান শাহাজাহান খলিফা।
এসময় কালমা ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল বারেক মাতাব্বর, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাচন আলী সিকদার, সহ-সভাপতি সেলিম বিশ্বাস, সদস্য নুরু মিয়া, ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামাল মাঝিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
লালমোহননিউজ/- জেডি