নতুন উদ্ভাবিত একটি ভ্যাকসিন বা টীকা বানরের উপর প্রয়োগ করে সফলতা পাওয়ার দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা। তারা বলছেন, পিকোভ্যাক নামের এই ভ্যাকসিনটি বানরের ওপর প্রয়োগ করে তারা যথেষ্ট সফলতা পেয়েছেন। এই ভ্যাকসিনের উদ্ভাবক বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক।
এর গবেষকরা মার্চের শুরুতে রিসাস ম্যাকাকিউস প্রজাতির একদল বানরের ওপর এই ভ্যাকসিনটি প্রয়োগ করেন। এরপর তিন সপ্তাহ পরে এই বানরগুলোকে করোনাভাইরাসের সংস্পর্শে নেয়া হয়। সপ্তাহখানেক পরে দেখা যায়, এ বানরগুলো সংক্রমিত হয় নি। অর্থাৎ এদের শরীরে এন্টিবডি তৈরি হয়েছে। অন্যদিকে যে বানরের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়নি তাদের ফুসফুসে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
এমনকি কয়েকটির শরীরে নিউমোনিয়া সংক্রমণের লক্ষণও দেখা দিয়েছে। এর পরই তারা এপ্রিলের মাঝামাঝি মানবদেহেও এই ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছেন। সায়েন্স ম্যাগাজিনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ভারতের অনলাইন ডিএনএ।
‘১৮৫ ‘লাশের স্বজন’ ওরা’
ওরা ক্লান্ত, পরিশ্রান্ত হলেও উদ্যমে ঘাটতি নেই কোন। মহামারী করোনায় কেড়ে......বিস্তারিত