LalmohanNews24.Com | logo

৭ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ | ২৩শে অক্টোবর, ২০২০ ইং

করোনা তাড়াতে ভূত বেশে রাখী

করোনা তাড়াতে ভূত বেশে রাখী

রাখী সাওয়ান্ত মানেই সেনসেশন। তিনি যখনই যা করেন, তার মধ্যেই থাকে চমক। এমনই চমক, যা আলোচনার কেন্দ্রে থাকে কয়েকদিন ধরে। ঠিক যেমন, এই তো সেদিন, রাখীর ২ বছরের পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়। যেখানে তাকে বলতে শোনা গেছে,  আমার শরীরের সবথেকে সুন্দর অঙ্গ ‘স্তন’, আমি সেটা দান করে যেতে চাই। এই পোস্ট নিয়ে হইচই পড়ে যায়। তার রেশ মেলাতে না মেলাতেই আবার রাখীর আবির্ভাব। এবার তিনি আলোচনায় ভৌতিক সাজে।

৫ এপ্রিল ভারতে প্রধানমন্ত্রীর ডাকে রাত ৯টায় সকলে বাতি জ্বেলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। মোদির এই ডাকে সাড়া দিতে জনগণকে আহ্বান জানান সিনেদুনিয়া থেকে ক্রীড়াজগতের বহু সেলিব্রিটিরা। কিন্তু রাখীর কায়দা একেবারেই আলাদা। রাখী যে সাজে উপস্থিত হন ইনস্টাগ্রাম পোস্টে, তাতেই রাতের ঘুম উড়ে যাবার অবস্থা নেটিজেনদের।  রাখী নানারকম ভৌতিক রূপে আবির্ভূত হন। আর ‘গো করোনা গো’ স্লোগান তোলেন। কখনও আবার হিন্দিতে বলেন, ‘ভাগ করোনা ভাগ’।  রাখী সাওয়ান্ত দাবি করেন, তার নাম শুনেই করোনা পালাবে। তার সঙ্গে নানা ভাষায় করোনা ভাইরাসকে গালমন্দ করেন রাখী। সেই সব বিচিত্র ভিডিও ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরা অবশ্য রাখীর এই ভিডিও নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। কেউ আবার রাখীর স্বভাবসিদ্ধ চমকে মজাই পেয়েছেন।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি