ভোলা প্রতিনিধিঃ ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল গতকাল রোববার সিঙ্গাপুর সফরত অবস্থায় হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন। পরে সেখানের একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়।
সর্বশেষ তার পরিবার সূত্রে জানা যায়, আলী আজম মুকুল হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বর্তমানে মোটামুটি সুস্থ্য ও শংকামুক্ত রয়েছেন। অল্প সময়ে মধ্যে তিনি পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবেন বলে তারা আশা প্রকাশ করেন।
তার অসুস্থ্যতার খবরে যারা তার সুস্থ্যতা কামনায় দোয়া করেছেন ও বিভিন্ন মসজিদ-মন্দিরে দোয়ার আয়োজন করেছেন তাদের প্রতি পরিবারে পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন ভোলা চেম্বার অফ কমার্সের পরিচালক ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম।
মুকুলকে ভালবেসে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জ্ঞাপন করেছেন তাদের প্রতিও কৃজ্ঞতা জানিয়েছেন তিনি। সেই সাথে মুকুল যেনো আগের মত (দৌলতখান-বোরহানউদ্দিন) এর সর্বস্তরের মানুষের পাশে থেকে সেবা করতে পারে সে দোয়া কামনা করেন এই নেতা।
হাসান পিন্টু
‘বিএনপিকে জবাব দিতে আ.লীগ মাঠে থাকবে: তোফায়েল আহমেদ’
1553 Shares Share on Facebook Share on Twitter আওয়ামী লীগ......বিস্তারিত