LalmohanNews24.Com | logo

৯ই বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০১৯ ইং

একসঙ্গে ১২ হাজার শিক্ষার্থীর বিয়ে

একসঙ্গে ১২ হাজার শিক্ষার্থীর বিয়ে

ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে ‘বিয়ে উৎসব’ পালিত হয় প্রতি বছরের ১১ মার্চ। এ দিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিয়ে করার হিড়িক পড়ে। প্রতিবছর এই উৎসবে দেশটির কয়েক হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

‘জান্নাত পর্যন্ত সহযাত্রী’- এ স্লোগান সামনে নিয়ে এবারও তেহরান বিশ্ববিদ্যালয়ে থেকে বিবাহ উৎসব অনুষ্ঠান শুরু হয়। এবারের উৎসবটি ছিল ২২তম। এবারের আয়োজনে তেহরান বিশ্ববিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীসহ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ হাজার শিক্ষার্থী একসঙ্গে শুভ পরিণয়ে নিজেদেরকে আবদ্ধ করেন।

আধুনিক শিক্ষাব্যবস্থা অবিবাহিত ছেলেমেয়েদের পরস্পরের কাছাকাছি আসার অনেক সুযোগ তৈরি করে দিয়েছে। এখানে পরস্পর চিন্তাবিনিময়ের সুযোগ ঘটছে; যেসব বিষয়কে একটি ছেলে বা মেয়ে গুরুত্ব দেয়, তার ভিত্তিতেই অপরজনকে পছন্দ করার সুযোগ তৈরি হচ্ছে। তবে ইসলামিক প্রজাতন্ত্রে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের প্রতিবছর বিয়ে করার এমন হিড়িক বেশ সাড়া ফেলেছে।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি