টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। এ ইজতেমার দ্বিতীয় দিনে কোনো ধরনের যৌতুক ছাড়াই আয়োজন করা হয় বিয়ের। দ্বিতীয় পর্বে ১৫টি বিয়ে দিয়েছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী।
শনিবার বাদ আসর এসব বিয়ে দেন তিনি। এর আগে এ বিষয়ে বয়ানও করেন সাদ কান্ধলভী। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বলেন, দ্বিতীয় পর্বে ১৫টি যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে। বিদেশি মুসল্লিদের প্যান্ডেলের পাশে থাকা দোয়া মঞ্চে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়।
তিনি বলেন, এদিন সকাল থেকেই বর-কনের নাম তালিকাভুক্তি শুরু হয়। বিয়ের আগ পর্যন্ত চলে তালিকাভুক্তির কাজ। যৌতুকবিহীন বিয়ের ওই মঞ্চের সামনে কনের অনুপস্থিতে তার স্বজন এবং বর ও তার স্বজনরা উপস্থিত থেকে ইসলামী শরিয়ত অনুযায়ী যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মঞ্চের সামনে ও আশপাশে থাকা মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।
‘রজব মাসের ফজিলত ও আমল’
1436 Shares Share on Facebook Share on Twitter ‘রজব’ শব্দের......বিস্তারিত