LalmohanNews24.Com | logo

১৬ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ১লা ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

ইংলিশ শিবিরে চিন্তার রেখা এঁকে দিলেন টাইগার সমর্থকরা

ইংলিশ শিবিরে চিন্তার রেখা এঁকে দিলেন টাইগার সমর্থকরা

নিউজিল্যান্ডের সঙ্গে লড়ছে বাংলাদেশ। খেলা হচ্ছে ইংল্যান্ডের ওভালে। কিন্তু ২৫ হাজার দর্শকের সেই মাঠে লাল সবুজের উপস্থিতি দেখে মনে হতেই পারে খেলা হচ্ছে বাংলাদেশের কোন স্টেডিয়ামে। ২৫ হাজারের মাঝে যে ২০ হাজার দর্শকই বাংলাদেশি সমর্থক।

বাংলাদেশি সমর্থকদের বাধ ভাঙ্গা উপস্থিতি নিয়ে চিন্তায় পড়েছেন স্বাগতিক ইংল্যান্ড। আগামীকাল বাংলাদেশ লড়বে তাদের সঙ্গে। ম্যাচে বাংলাদেশের সমর্থকেদের উল্লাস-হৈচৈ তাদের মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে বলে গার্ডিয়ানকে জানিয়েছেন ইংলিশ বোলার লিয়াম প্লাঙ্কেট। খেলা হবে কার্ডিফে।

১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন সোফিয়া গার্ডেন্সে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির আগে বাংলাদেশি দর্শকদের হৈচৈ করা নিয়ে চিন্তায় পড়েছেন এই ইংলিশ পেসার। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় স্বাগতিকদের  মুখোমুখি হবে টাইগাররা। বিশ্বকাপে দুই দলের এটি তৃতীয় ম্যাচ।

ইংলিশ এই পেসার বলেন, বাংলাদেশ, ভারতের দর্শকরা মাঠে হৈচৈ করতে পছন্দ করে। তারা খেলাটাকে উপভোগ করে বেশ। তবে আমাদের খেলোয়াড়রা প্রচুর দর্শকদের সামনে আইপিএল-বিগ ব্যাশ খেলে অভ্যস্ত। আশা করছি এই উল্লাস কাটিয়ে ভালো খেলবো আমরা।

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি