মোঃ মাছুম বিল্লাহ, গজারিয়া প্রতিবেদক।।ইংরেজী নববর্ষ উপলক্ষে স্বেচ্ছাসেবী সনংঠন “শঙ্খচিল” এর উদ্যেগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
“নিঃস্বার্থে সেবা করি,সুন্দর এক সমাজ গড়ি”এ স্লোগান কে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন “শঙ্খচিল” এর পথ চলা।মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত ওসমানগঞ্জ মাধ্যমিকবিদ্যালয়ে বিনামূলো রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র-ছাত্রী,ও ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানের মানুষদের বিনামূলো রক্তের গ্রুপ নির্নয় করা হয়। শঙ্খচিল কতৃপক্ষ জানায় আমরা মহান ইংরেজী নববর্ষ উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করি।সকাল ১০ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত মোট ১১০ জনের রক্তের গ্রুপ নির্নয় করি।
রক্তের গ্রুপ করার পাশাপাশি রক্তদান সম্পর্কে সচেতন করি যাতে তারা মানুষের প্রয়োজনে রক্ত দান সহ বিভিন্ন সচেেতনতা মূলক কথা বলি।
হাসান পিন্টু
‘পদ্মা সেতুর নামে বিদেশী ছবি প্রচার হচ্ছে কেন?’
1889 Shares Share on Facebook Share on Twitter পদ্মা সেতু......বিস্তারিত