আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসুলুল্লাহ (সা.)-এর পূর্ণ অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া সহজ হয়ে যাবে।
বর্ণিত হয়েছে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার নবী (সা.)-এর অনুসরণ করো; তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন। (সুরা আলে ইমরান: আয়াত ৩১)। পাশাপাশি ইমানকে ভালোবাসা ও কুফরকে ঘৃণা করতে হবে। (সুরা হুজুরাত: আয়াত ৭)।
এদিকে, আল্লাহ তায়ালা একজন মানুষকে কতটুকু ভালোবাসেন তা বোঝার জন্য অনেক আলামত রয়েছে। আলেমরা বলেন, তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন?
আল্লাহর ভালোবাসা পাওয়ার আলামত
* যদি দেখ তিনি তোমাকে তার জিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে স্মরণ করতে চান।
* যদি দেখ তিনি তোমাকে কোরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমার সাথে কথা বলতে চান।
* যদি দেখ তিনি তোমাকে ইবাদাত/আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন।
* যদি দেখ তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নেও, তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন।
* যদি দেখ তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নেও, তিনি তোমাকে অপমানিত করেছেন।
* যদি দেখ তিনি তোমাকে দোয়াতে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে কিছু দিতে চান।
এজন্য সবসময় নিজের অবস্থা দেখতে হবে আমরা কোন কাজে মশগুল? আল্লাহ আমাদের যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই তার কাছে আমাদের অবস্থান।
‘রজব মাসের ফজিলত ও আমল’
1436 Shares Share on Facebook Share on Twitter ‘রজব’ শব্দের......বিস্তারিত