LalmohanNews24.Com | logo

১৩ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ

আ’লীগের এমপি শাওনের থেকে বিএনপির সাবেক সাংসদ হাফিজের অনেক শেখার আছে

আ’লীগের এমপি শাওনের থেকে বিএনপির সাবেক সাংসদ হাফিজের অনেক শেখার আছে

আরশাদ মামুন: লালমোহন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র এনায়েত কবীর পাটোয়ারীর জানাযায় এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধূরী শাওনের রাজনৈতিক প্রজ্ঞা সৃষ্টাচার আর বিএনপি দলীয় সাবেক এমপি মেজর হাফিজের রাজনীতির আকাশসম ব্যবধান জনসমক্ষে প্রকাশ হয়েছে।

বিরোধী শিবিরের সভাপতির মৃত্যুর সংবাদে গভীর রাতে লঞ্চ থেকে নেমে এলাকায় এসে জনগনের প্রতি নিজের দায়বদ্ধতার প্রমানই নয় নিজের মহৎ হৃদয় উদারতার জানান দিলেন। বুধবার দুপুরে সাবেক মেয়রের জানাযায় এমপি শাওন ও বিএনপির সাবেক এমপি মেজর হাফিজ উপস্থিত ছিলেন।

এসময় সাবেক এমপি মেজর হাফিজকে এমপি শাওন যথেষ্ট সম্মান দেখালেও নূন্যতম ভদ্রতা না দেখিয়ে লাখো জনতার তিরস্কারের পাত্র হয়েছেন সাবেক এমপি মেজর হাফিজ। এসময় উপস্থিত জনগন মেজর হাফিজের শিষ্টাচার দেখে হতবাগ বিস্মিত হয়ে বলতে শুনা যায়, এমপি শাওনের কাছ থেকে মেজর হাফিজ রাজনীতি শিক্ষা নেওয়া উচিত।

লালমোহননিউজ/ হাসান পিন্টু

Facebook Comments Box


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি

error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!! মোঃ জসিম জনি