সাদির হোসেন রাহিম।। সেবাধর্মী নানা কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই সাড়া ফেলেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘আমার এমপি ডটকম’। মিলেছে দেশ-বিদেশের বেশ কয়েকটি পুরস্কার ও স্বীকৃতি। আগামী ১৬ জানুয়ারি সংস্থাটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারে সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এটি ছিলো তৃতীয় প্রস্তুতি সভা।
আমার এমপি ডটকম-এর সভাপতি সুশান্ত দাসগুপ্ত, প্রতিষ্ঠাতা সদস্য ও বিবার্তা২৪ডটনেট সম্পাদক বাণী ইয়াসমিন হাসি ও সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যরা প্রস্তুতি সভায় অংশ নেন।
প্রস্তুতি সভার বিষয়ে সুশান্ত দাসগুপ্ত বিবার্তাকে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অর্ধশতাধিক সংসদ সদস্য উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদী। সেই লক্ষ্যে কার্যক্রম চলছে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে।
তিনি বলেন, অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল করতে হলে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের সদস্যরা এ ব্যাপারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
জানা যায়, “আমার এমপি ডট কম” এর মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতায় সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিয়ে এগিয়ে আছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
আগামী ১৬ জানুয়ারি (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি টাওয়ারে অনুষ্ঠেয় ‘আমার এমপি ডটকম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এছাড়া অর্ধশতাধিক সংসদ সদস্যের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। যারমধ্যে বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীও থাকবেন।
হাসান পিন্টু
‘পদ্মা সেতুর নামে বিদেশী ছবি প্রচার হচ্ছে কেন?’
1889 Shares Share on Facebook Share on Twitter পদ্মা সেতু......বিস্তারিত