শরীফ আল আমিন, তজুমদ্দিন প্রতিনিধি ॥ তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব অহিদউল্লাহ জসিমের নামাজে জানাযায় জনতার ঢল নেমেছে। ২ ডিসেম্বর তজুমদ্দিন ডিগ্রী কলেজ মাঠে কয়েক লক্ষ জনতা উপস্থিত হয়ে শোক প্রকাশের পাশাপাশি জানাযায় শরিক হন। বানিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ টেলিকনফারেন্সের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য প্রদান করেন। এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বক্তব্য প্রদানকালে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়লে লক্ষ জনতার মাজে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। মঙ্গলবার বেলা আড়াই টায় তজুমদ্দিন ডিগ্রী কলেজ মাঠে মরহুম অহিদউল্লাহ জসিমের নামাজে জানাযা শেষে তার লাশ চরফ্যাশন পৌরসভার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত হয়ে শোক প্রকাশকারী উল্লেখযোগ্য বিশিস্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আযম মুকুল, জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ নাসিম হাং, জেলা আ’লীগ সহ সভাপতি এ্যাডভোকেট লাবলু মিয়া, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, সাবেক চেয়ারম্যান মামুনর রশিদ বাবুল চৌধুরী, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন আকন্দ, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন, বোরহানউদ্দিন উপজেলা সাবেক চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম মিয়া, লালমোহন পৌর মেয়ল এমদাদুল হক তুহিন, তজুমদ্দিন উপজেলা সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, আলহাজ্ব এমএ কাশেম, আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমুখ।
‘বাজেট অধিবেশন ৫ জুন’
1996 Shares Share on Facebook Share on Twitter একাদশ জাতীয়......বিস্তারিত