বাংলাদেশি বংশোদ্ভূত মো. ইলমান হাফিজ বিন আনোয়ার আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে। ওমর এন্ড হানা ইসলামিক কার্টুন চ্যানেল আয়োজিত এক মাসব্যাপি অনলাইন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ অংশ নিয়েছিল।
গত ২৬ সেপ্টেম্বর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হলে সব দেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়ান হয় বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক মো. ইলমান হাফিজ বিন আনোয়ার। তার বসয় ৮ বছর। ইলমানের বাবা আনোয়ার এবি মতিনের বাড়ি বাংলাদেশের চাঁদপুরে। ইলমান মালয়েশিয়ার একটি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। তার মা মালয়েশিয়ান।
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া, ইংল্যান্ডসহ ২০টি দেশ থেকে ১০০ শিশু-কিশোর হাফেজদের মাঝে এই প্রতিযোগিতা হয়।
‘মা অনেক কিছু শেখালেও তাকে ছাড়া কিভাবে বাঁচতে হয় সেটাই শেখাননি!’
আফগানিস্তান ক্রিকেটের ‘পোস্টার বয়’ বলা যায় লেগস্পিনার রশিদ খানকে। রশিদের......বিস্তারিত