নতুন প্রজন্মের জন্য অত্যাধুনিক সব সুযোগ-সুবিধার একটি শহর তৈরি করছে সৌদি আরব। যেখানে চলবে না গাড়ি, থাকবে না দূষণ। আজ রোববার নতুন এমন একটি শহরের নকশা প্রকাশ করেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
ডয়চে ভেলে জানায়, অসম্ভবকে সম্ভব করার মতো কার্বন নিঃসরণসহ কোনো ধরনের দূষণহীন শহর গড়ার কথা বলা হচ্ছে। যা একুশ শতকে এসে কেউ স্বপ্নেও ভাবতে পারবে না।
লোহিত সাগরের ধারে ‘নিয়োম জোন’ নামে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। সম্পূর্ণ দূষণহীন (জিরো এমিশন) শহরটি তৈরির কাজ চলতি বছরের প্রথম দিকেই শুরু হওয়ার কথা, যা শেষ হতে প্রায় ১০ বছর সময় লাগবে।
মানচিত্রে শহরটি
এএফপি বলছে, ‘দ্য লাইন’ নামের এই শহর তৈরির পরিকল্পনা হাতে নেয়া হয় ২০১৭ সালে। এটি ২৬ হাজার ৫০০ বর্গ কিলোমিটার আয়তনের। ২০৩০ সাল নাগাদ শহরটি উন্মুক্ত করার আশা করা হচ্ছে।
এই শহরে গাড়ি চলাচল বা কার্বন নিঃসরণের মতো কোনো জিনিস থাকবে না। তবে শহরটি বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকবে অগ্রসর বা অত্যাধুনিক। এটি নতুন প্রজন্মের শহরের ‘মডেল হয়ে থাকবে’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নোয়াম জোনের নকশা
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান, শহরে অতি দ্রুত চলাচলের জন্য অত্যাধুনিক রাস্তা থাকবে। ‘বিজনেস হাব’ হিসেবে গড়া এই শহরে মানুষের থাকার ব্যবস্থাও থাকবে। এখানকার সবকিছু চলবে পরিশ্রুত জ্বালানির সাহায্যে, যা পুরোপুরি পরিবেশবান্ধব।
রয়টার্স জানায়, প্রকল্পটি বাস্তবায়নে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। এতে কর্মসংস্থান হবে প্রায় ৩ লাখ ৮০ হাজার মানুষের। সৌদি অর্থনীতির ব্যাপক উন্নতির আশা করা হচ্ছে জর্ডান ও মিশর সীমান্ত সংযুক্ত এই শহর দিয়ে।
‘কেন এমন হলো?’
Jasim Jany: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের সময়......বিস্তারিত