অারশাদ মামুন: সাফল্যর আট বছর নয়, উন্নয়নে জনসেবায় এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধূরী শাওন মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় আগামী আশি বছর এগিয়ে যাওয়া লালমোহন তজুমুদ্দিন এখন ডিজিটাল বাংলার রোল মডেল। আধুনিক লালমোহন তজুমুদ্দিন বির্নিমানে জনতার ভালোবাসা বুকে নিয়ে সকলের সমন্বয়ে শান্তীর নীড় তৈরিতে সফল এমপি শাওন।
মুজিবকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল দক্ষ নেতৃত্বে অবিচলতায় স্মেহধন্য এমপি শাওনের বদৌলতেই অন্ধকারাচ্ছন্ন লালমোহন তজুমুদ্দিন বিদ্যুৎতের আলোয় আলোকিত। যে আলোর রশ্মিতে এক সময়ের সন্ত্রাসের জনপদ উন্নয়ন মানব সেবায় অকৃপন এক দানবীর গড়েছেন স্বপ্নের বাস্তব রুপ শান্তীর নীড়।
আজ আর এ জনপদে শেফালী রীতাদের সম্ভ্রম হারানোর গগন বিধারী আর্তনাথ কানে আসেনা, বরং শেফালী রীতাদের সম্প্রদায়ের লোক জনই জনপ্রতিনিধি হয়ে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে গৌরবের অংশীদার হচ্ছে। এর চেয়ে বড় সাফল্য কিংবা পরিবর্তনের ইতিহাসই জনতার নেতা উন্নয়ন প্রতীক এমপি শাওনকে অনন্তকাল স্মরন রাখবে এ জাতী। উন্নয়নের চলমান ধারা অব্যাহতের প্রত্যয়ে লাখো জনতা।
হাসান পিন্টু
‘সৌদি-আমিরাতে আশঙ্কাজনক হারে বাড়ছে বন্ধ্যাত্ব’
1157 Shares Share on Facebook Share on Twitter মধ্যপ্রাচ্যের দুই......বিস্তারিত