তেলুগু ছবির সুপারস্টার মহেশ বাবু। ২৩ বছরের ক্যারিয়ার তার। ভারত ও ভারতের বাইরের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয় তিনি। এই মহেশ ১২ বছর পর পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে কাজ করছেন। ছবিটির নাম ‘এসএসএমবি২৮’। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।
ইন্ডিয়া টুডের খবর, ছবিটিতে থাকছে একটি আইমেট গান। আর এতে পারফর্ম করবেন রাশমিকা মান্দানা।
গণমাধ্যমটি জানায়, বাবা মারা যাওয়ার পর শুটিংয়ে থেকে বিরতিতে আছেন মহেশ বাবু। তবে তিনি শিগগিরই ফিরবেন ‘এসএসএমবি২৮’ ছবির শুটিংয়ে। এ সিনেমার আইটেম গানে নাচবেন রাশমিকা মান্দানা। এর মাধ্যমে প্রথমবার ত্রিবিক্রমের সঙ্গে কাজ করবেন এই অভিনেত্রী।
ইন্ডিয়া টুডে ওই প্রতিবেদনে আরো জানায়, আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ ছবিতে ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গ আইটেম গানটিতে পারফর্ম করে কোটি কোটি ভক্তের হৃদয় কেড়েছেন সামান্থা। পরিচালক ত্রিবিক্রমও তার ছবিতে তেমন আলোচিত একটি গান রাখতে চাইছেন।
রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুডবাই’। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। এছাড়াও ‘মিশন মজনু’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
লালমোহননিউজ/ -এইচপি
‘বাবাকে মেরে থানায় গেলেন ব্যাংকার ছেলে’
1009 Shares Share on Facebook Share on Twitter ঠাকুরগাঁও পৌর......বিস্তারিত