স্যার কোনো কাজ-কর্ম নাই। গত দুই দিন ধরে ঘরে খাবার নাই। পরিবারের সদস্যদের নিয়ে খুব সমস্যায় আছি। এমন আকুতি করে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে মোবাইল ফোনে কথাগুলো বলছিলেন ফারুক মোল্লা নামের এক অসহায় ব্যক্তি।
শনিবার গভীর রাতে ওই ব্যক্তির ফোন পেয়েই খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের আজিজ মোল্লা বাড়ির অসহায় ফারুকের কাছে। সেখানে গিয়ে তার হাতে খাদ্য সামগ্রী ও নগদ ১১ হাজার টাকা প্রদান করেন এমপি শাওন। এমপি শাওনের এমন কর্মকান্ডে মুগ্ধ ফারুকের পরিবার।
এব্যাপারে এমপি শাওন বলেন, জনপ্রতিনিধি হয়েছি জনগণের সেবার জন্য। যতদিন বেঁচে থাকবো নিজের সব সমার্থ দিয়ে জনগণের পাশে থাকবো। আমার নির্বাচনী এলাকার মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহিন জুয়েল প্রমূখ।
‘মনপুরায় করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ইউএনও’
মো: ছালাহউদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা স্বাস্থ্য......বিস্তারিত