হাসান পিন্টু।। দীর্ঘ দিনের ভোগান্তির পরে অবশেষে ভরাট করা হচ্ছে ফুলবাগিচা সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ। এ মাঠিটি দীর্ঘ দিন ভরাট না করার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও অত্র এলাকার খেলা প্রেমিদের। মাঠের প্রতিটি স্থান ছিলো খানা-খন্দকে খেলার অনুপযোগী।
জানা যায়, মাঠটির বেহাল দশার কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা বিভিন্ন সময় উর্দ্ধতন মহলে বিষয়টি অবহিত করে আসছেন। অবশেষে সম্প্রতি লালমোহন ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ মাঠটি ভরাটের কাজ চলছে।
ইউনিয়ন পরিষদ সুত্রে জানা যায়, মাঠ ভরাটের জন্য মোট ৭৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর তারই ধারাবাহিকতায় মাঠে ভরাটের কাজ চলছে।
Facebook Comments
‘ঘর ছেড়ে পালিয়েছেন ৪ যুবকের সঙ্গে, লটারির মাধ্যমে পাত্র বেছে নিলেন তরুণী’
Jasim Jany: ভাগ্য করে বউ পাওয়া যায়— এ কথা হয়তো শুনেছেন। কিন্তু......বিস্তারিত