হঠাৎ করে ভয়ংকর অদৃশ্য সাপের কামড় আতংকে ঈশ্বরদীসহ এই অঞ্চলের মানুষ। পাবনা ও নাটোর জেলার মানুষ এই ভয়ে এখন কাতর। শতাধিক মানুষকে অদৃশ্য সাপ কামড় দিয়েছে বলে গুজব উঠেছে!
কামড় দিলে কেউ সাপ বা পোকা দেখছে না, কামড় দেয়ার কিছুক্ষণ পরে অনুভূতি হচ্ছে জ্বলার। দেখা যাচ্ছে কামড়ের দাগ ও রক্ত। এর কিছুক্ষণ পর শরীর হয়ে যাচ্ছে কালো।
সোমবার সকাল থেকে এ খবর চাউর হলে গোটা ঈশ্বরদী উপজেলায় সব বয়সী ছেলেমেয়ের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। বিশেষ করে সাপের কামড় থেকে রক্ষা পেতে শিশুরা হাতে বাঁধছে লাল সুতো। কেউ কেউ পবিত্র কোরআন শরিফের বিভিন্ন দোয়াকে তাবিজ বানিয়ে ব্যবহার করছে।
দাশুড়িয়া আনন্দবাজার এলাকার বকুল সরকার জানান, এলাকার সাধারণ মানুষ গুজব হিসেবে মনে করে। কিন্তু যখন পর্যায়ক্রমে এই গুজব চলে এলো গ্রামে গ্রামে তখন আর কেউ এই অদৃশ্য সাপকে অবিশ্বাস করতে পারছে না। রোববার আমার পরিবারের দুই সদস্য অসুস্থ হয়ে পড়লে ওঝা নিয়ে এসে বিষ তোলার পর এখন সুস্থ রয়েছে।
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার জানান, এই অদৃশ্য সাপের কামড়ের কথা প্রথমে শোনা যায় নাটোর জেলার বড়াইগ্রাম থানার রাজাপুর ইউনিয়নে। তার পরেই চলে আসে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে। রোববার থেকে চলে এসেছে দাশুড়িয়া ইউনিয়নে।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাসান উদ্দিন চৌধুরী জানান, এটা ভিত্তিহীন খবর। বাস্তবে এ রকম অদৃশ্য কোনো সাপ নেই। তাই ভয় পাওয়ার কিছুই নেই। আমরা সরেজমিন গিয়ে দেখেছি, কেউ মারা যায়নি।
তিনি আরও বলেন, বাস্তবে খোঁজ নিয়ে দেখেন কাউকে সাপে কাটেনি, সাপে কাটার মতো কোনো দাগ নেই। এটা আতংক ছাড়া আর কিছু নয় বলে জানান উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।
‘ওদের কে দেখবে?’
: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফাইনালের ছাত্র কাওসার আহমেদ। অনেকটা আগেভাগেই বিয়ে করিয়েছিলেন......বিস্তারিত