LalmohanNews24.Com | logo

৫ই জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০১৯ ইং

অতিরিক্ত টেলিভিশন দেখলে মানুষের আয়ু কমে

অতিরিক্ত টেলিভিশন দেখলে মানুষের আয়ু কমে

রোজ কয়েক ঘণ্টা ধরে একনাগারে টেলিভিশন দেখলে তা মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এতে মানুষের আয়ু কমে যায় বলে সোমবার প্রকাশিত এক জরিপে জানা গেছে।

দীর্ঘক্ষণ টিভির সামনে বসে থাকার সঙ্গে ধূমপান, মাদকাসক্তি ও খাবারে অনিয়মের সম্পর্ক রয়েছে। এতে হৃদরোগের সর্বোচ্চ ঝুঁকি রয়েছে।

প্রায় সাড়ে তিন লাখ লোকের তথ্য নিয়ে জরিপটি করা হয়েছে। এ ক্ষেত্রে দরিদ্র এলাকাগুলোতে ঝুঁকি সবচেয়ে বেশি।

জরিপটি করেছে গ্লাসগো বিশ্ববিদ্যালয়। এতে ৪০ থেকে ৬৯ বছর বয়সী লোকজনের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয়েছে। তারা দিনে চার কিংবা তার চেয়েও বেশি সময় টেলিভিশন দেখেন কিনা, তাও পরীক্ষা করা হয়েছে।

এটিকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ প্রবণতা বলে আখ্যায়িত করা হয়েছে। এ ধরনের লোকজন সাধারণত দিনে কিংবা শেষ রাতে টেলিভিশন দেখেন।

তবে দিনে দুই ঘণ্টা ২ মিনিট টেলিভিশন দেখাকে স্বাস্থ্যকর ও দুই ঘণ্টা ৯ মিনিটকে মাঝারি স্বাস্থ্যকর বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষকরা বলেন, অতিরিক্ত কিংবা খুব কম সময় ঘুমালে মানুষের স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ে এবং আয়ু কমে যাবে।

Facebook Comments


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যালয়

লালমোহন, ভোলা

মোবাইলঃ 01712740138

মেইলঃ jasimjany@gmail.com

সম্পাদক মন্ডলি